লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ডটকম এবং টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিয়াট এ কে খান লিমিটেডের মধ্যে এক চুক্তি সই হয়। সম্প্রতি সিয়াটের প্রধান কার্যালয়ে এ সই হয়। চুক্তি অনুযায়ী, এখন থেকে দেশব্যাপী সিয়াট এ কে খানের লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে সহজ ট্রাক। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির এবং সিয়াট এ কে খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভেনুগোপাল এনসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজ বাস ও ট্রাক ডিভিশনের পরিচালক শাকিল জোয়াদ রহিম, সহজ বাস ও ট্রাক ডিভিশনের এজিএম তোফায়েল আহমেদ মজুমদার, সিয়াট এ কে খান লিমিটেডের হেড অব সাপ্লাইচেইন অ্যান্ড প্রকিউরমেন্ট আহমেদ জাহির প্রমুখ। বিজ্ঞপ্তি
