Print Date & Time : 16 August 2025 Saturday 6:21 am

সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর অনুমতি পেল গোল্ডেন হার্ভেস্ট

নিজস্ব প্রতিবেদক: সহযোগী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমকে পরিশোধিত মূলধন বাড়ানোর এই অনুমতি দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে কোম্পানিটি। গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের শেয়ার ছেড়ে ৭০ কোটি টাকা তুলে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। এক্ষেত্রে এক কোটি ৫০ লাখ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা, বিদ্যমান শেয়ারহোল্ডার আহমেদ রাজিব সামদানির কাছে ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে তিন কোটি টাকা এবং বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে পাঁচ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫২ কোটি টাকা উত্তোলন করা হবে।
পরিশোধিত মূলধন বৃদ্ধির পরে সাবসিডিয়ারি গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের ৪৫ শতাংশ মালিকানা হবে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর। এছাড়া তিন শতাংশের মালিকানা আহমেদ রাজিব সামদানি এবং ৫২ শতাংশের মালিকানা হবেন বিদ্যমানের বাইরে থাকা শেয়ারহোল্ডাররা।
গতকাল শেয়ারদর এক দশমিক ৮২ শতাংশ বা ৮০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৪৩ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৪৩ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ৩২ লাখ ১৩ হাজার ১৭৯টি শেয়ার মোট এক হাজার ৭৪৫ বার হাতবদল হয়, যার বাজারদর ১৪ কোটি ১০ লাখ আট হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৪২ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৫ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ৩৫ টাকা থেকে ৪৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।