Print Date & Time : 5 August 2025 Tuesday 6:50 pm

সহিংসতা কমানোর প্রতিশ্রুতি ইসরাইল-ফিলিস্তিনের

শেয়ার বিজ ডেস্ক:বাড়তে থাকা সহিংসতা অবিলম্বে বন্ধের পদক্ষেপ নিতে একযোগে প্রতিশ্রুতি ঘোষণা করেছে ইসরাইল সরকার এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ। গত রোববার জর্ডানের মধ্যস্থতায় হওয়া ইসরাইল-ফিলিস্তিনের বিরল বৈঠক থেকে এসেছে এ প্রতিশ্রুতি। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র এবং মিশরের কর্মকর্তারাও। খবর: বিবিসি।

বৈঠকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে আস্থা গড়ার পদক্ষেপ নেয়া এবং ন্যায় ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। তবে জর্ডানের লোহিত সাগর তীরবর্তী আকাবায় এ বৈঠক চলার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুধারীর গুলিতে দুই ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা বন্দুকধারীর পিছু ধাওয়া করছে এবং পশ্চিম তীরে সেনা সংখ্যা বাড়চ্ছে। সেখানে অতিরিক্ত দুই ব্যাটেলিয়ান সেনা মোতায়েন করা হয়েছে।

নাবলুসের কাছে হাওয়ারা গ্রামে নিহত দুই ইসরাইলির একজন সেনা বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। ইসরাইল সরকার হাওয়ারা গ্রামের এ হত্যাকাণ্ডকে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে।

গ্রামটিতে রোববার গুলির ঘটনার পর সহিংসতা হয়েছে। অন্তত ১৫টি ঘরবাড়ি এবং বেশকিছু সংখ্যক গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। সংঘর্ষে কয়েকশ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেডক্রিসেন্ট জরুরি সেবা বিভাগ।

কাছের পশ্চিম তীরের জাতারায় ইসরাইলি বসতি স্থাপনকারী এবং সেনারা প্রবেশ করার পর এক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

কয়েক বছরের মধ্যে সম্প্রতি ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা বেড়ে গেছে। আসছে রমজান মাসে দুইপক্ষের মধ্যে সংঘাত আরও বাড়ার শঙ্কা আছে। তাই সহিংসতা এড়াতে যুক্তরাষ্ট্র এবং মিশরের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার আওতায় জর্ডান রোববার ইসরাইল-ফিলিস্তিন আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নেয়।

ইসরাইলসহ অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় শান্তি ফেরাতে বহু বছর পর এ প্রথম শীর্ষ ইসরাইলি এবং ফিলিস্তিনি নিরাপত্তা প্রধানদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ (ফিলিস্তিন এবং ইসরাইল) তাদের মধ্যকার আগের সব চুক্তিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এবং ন্যায় ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে।

বিবৃতিতে ইসরাইল চার মাসের জন্য নতুন বসতি স্থাপন নিয়ে আলোচনা বন্ধ রাখারও প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ফিলিস্তিন জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলে স্থির হয়েছে। এছাড়া আলোচনায় জড়িত পাঁচ পক্ষই আগামী মাসে মিশরের শার্ম আল-শেখ এ আরও আলোচনায় বসতে সম্মত হয়েছে।