Print Date & Time : 18 August 2025 Monday 8:37 am

সাংবাদিককে মারধরের বিচার দাবি

প্রতিনিধি, জাবি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মরত ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর ক্যাম্পাস প্রতিনিধি আসিফ আল মামুনের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

সোমবার এক যৌথ বিবৃতিতে জাবি প্রেস ক্লাবের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসিব সোহেল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই ঘটনার দ্রুত বিচারের দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, গত এক বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর বেশ কয়েকবার হামলার ঘটনা পরিলক্ষিত হয়েছে। প্রতিবারই হামলার ঘটনার সঙ্গে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ নিয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিবারই কর্মীদের শুধরে নেয়ার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন বিন্দুমাত্র পরিলক্ষিত হয়নি।

বিবৃতিতে সাংবাদিক নেতারা তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর অতর্কিত হামলাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন ক্রীয়াশীল সংগঠন। এছাড়া বিভিন্ন ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে।