সাংবাদিকতায় অনুদান ওপেন এআইয়ের

শেয়ার বিজ ডেস্ক: মাইক্রোসফটের স্টার্টআপ ওপেনএআই গত মঙ্গলবার জানিয়েছে, তারা আমেরিকান জার্নালিজম প্রজেক্টে (এজেপি) পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলারের সহায়তা দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্থানীয় সংবাদকে সহায়তা করতে এই অংশীদারত্ব চায় ওপেনএআই। খবর: ইয়াহু নিউজ।

এই চুক্তিতে অলাভজনক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চ্যাটজিপিটির জনপ্রিয় প্রযুক্তিগুলো ব্যবহারের জন্য ওপেনএআই ক্রেডিট হিসাবে পাঁচ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেবে।

ওপেনএআইয়ের এই প্রচেষ্টা গণমাধ্যমের সঙ্গে ভবিষ্যৎ অংশীদারত্বের বড় উদ্যোগের একটি অংশ। প্রতিষ্ঠানটি গত সপ্তাহে সংবাদ সংস্থা এপির সঙ্গে সংবাদ আর্কাইভের একটি অংশের লাইসেন্স ও সংবাদে জেনারেটরি এআইয়ের ব্যবহার করার ব্যাপারে একটি চুক্তি করেছে।

এজেপিকে দেয়া তহবিল একটি স্টুডিও তৈরিতে কাজে লাগানো হবে। এআই অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা ও পরীক্ষা করার জন্য মোট ১০টি সংস্থাকে অনুদান দেবে এজেপি।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সারাবেথ বারম্যান বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে আমরা সাংবাদিকতাকে বিপদে ফেলার পরিবর্তে তা উন্নত করার জন্য এআইয়ের ব্যবহারগুলো প্রচার করতে চাই।

এখন পর্যন্ত আমেরিকার স্থানীয় গণমাধ্যমগুলো সংকট মোকাবিলার জন্য স্থানীয় ও জাতীয় তহবিল থেকে ১৩৯ মিলিয়ন বা ১৩ কোটি ৯০ লাখ ডলার সংগ্রহ করেছে। তারা দেশজুড়ে ৪১টি অলাভজনক স্থানীয় সংবাদসংস্থাকে সহায়তা করেছে।

প্রসঙ্গত, ইন্টারনেটের অনেক লেখা ব্যবহারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাটিকে প্রশিক্ষণ দিয়েছে ওপেন এআই। তবে বেশিরভাগ ক্ষেত্রে লেখকদের থেকে অনুমতি নেয়নি। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

সমালোচনা করেন বিশ্বের শীর্ষ ধনী টুইটারের মালিক ইলন মাস্কও। তিনি বলেন, ওপেন এআইকে সুশাসন ও রাজস্ব পরিকল্পনা সম্পর্কে আরও বুঝতে হবে।

উল্লেখ্য, ইলন মাস্ক ২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে ওপেন এআই প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৭ সালে মাস্ক প্রতিষ্ঠানটি থেকে সরে আসেন।