Print Date & Time : 4 August 2025 Monday 1:37 am

সাংবাদিকদের থেকে এগিয়ে ইনফ্লুয়েন্সাররা

শেয়ার বিজ ডেস্ক: রয়টার্স ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে, টিকটক ইনফ্লুয়েন্সার ও তারকারা ক্রমশ তরুণদের কাছে সংবাদের মূল উৎস হিসেবে সাংবাদিকদের পেছনে ফেলছেন। খবর: ভয়েস অব আমেরিকা।

সমীক্ষায় জানা গেছে, টিকটক ও স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের ৫৫ শতাংশ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ৫২ শতাংশ স্বনামধন্য ‘ব্যক্তিত্বদের’ কাছ থেকে সংবাদ পেয়ে থাকেন।

তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ৩ সামাজিক যোগাযোগমাধ্যমের মাত্র ৩৩ থেকে ৪২ শতাংশ ব্যবহারকারী মূলধারার গণমাধ্যম ও সাংবাদিকদের সংবাদের মূল উৎস হিসেবে বিবেচনা করেন।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজমের পক্ষ থেকে ৪৬টি দেশের ৯৪ হাজার মানুষের সাক্ষাৎকার নিয়ে এ সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল ধারার সাংবাদিকরা টুইটার ও ফেসবুকে সংবাদ এবং এ সংক্রান্ত আলোচনায় নেতৃত্ব দিলেও ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো অপেক্ষাকৃত নতুন নেটওয়ার্কগুলোয় ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে হিমশিম খান।

এ সমীক্ষার প্রধান লেখক নিক নিউম্যান যুক্তরাজ্যের ম্যাট ওয়েলান্ডের কথা উল্লেখ করেন, যিনি টিকটকে তার ২৮ লাখ গ্রাহকের সঙ্গে দৈনন্দিন জীবনের ঘটনা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, তরুণদের কাছে ‘সংবাদ’ মানে শুধু রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মতো প্রথাগত বিষয়গুলো নয়, তাদের কাছে দৈনন্দিন জীবনে ক্রীড়া, বিনোদন, তারকাদের নিয়ে গুজব, চলতি ঘটনা, সংস্কৃতি, শিল্প, প্রযুক্তিÑযে কোনো খাতের নতুন কিছু হতে পারে।

বিশ্বব্যাপী সংবাদের উৎস হিসেবে সব সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক এখনও শীর্ষে। তবে এই মাধ্যমের প্রভাব কমছে। ২০১৬ সালে ৪২ শতাংশ মানুষ সংবাদের জন্য ফেসবুক ব্যবহার করলেও এখন এ সংখ্যা ২৮ শতাংশে নেমেছে। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৪৪ শতাংশই টিকটক ব্যবহার করেন এবং ২০ শতাংশ এই অ্যাপকে সংবাদের মূল উৎস হিসেবে বিবেচনা করেন। গত বছরের চেয়ে এ হার ৫ শতাংশ বেশি।