প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, হুমায়ুন কবির, মাহবুব হোসেন সারমাত, মাহমুদুর রহমান মাহমুদ, দুলাল বিশ্বাস, হাসান মাহমুদ, জয়ন্ত শিরালী, হোসাইন ইমাম সবুজ, বুলবুল আলম বুলু, অছিকুজ্জামান, গোলাম কিবরিয়া, মাহবুব, লিটন প্রমুখ।