Print Date & Time : 12 September 2025 Friday 1:22 pm

সাংবাদিকদের সঙ্গে জিএমপি কমিশনারের মতবিনিময়

প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মোল্যা নজরুল ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল দুপুরে জিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় কমিশনার গাজীপুরের যানজট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি। পুলিশ কমিশনার টিমওয়ার্কের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেনÑজিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতউল্লাহ খান, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস) ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিস, আব্দুল্লাহ আল মামুনসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক আবুল হোসেন প্রমুখ। এতে সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে গত বুধবার যোগদান করেন মোল্যা নজরুল ইসলাম। গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়।