প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নয়া কমিশনার মোল্যা নজরুল ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে জিএমপি’র কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় নব যোগদানকৃত কমিশনার গাজীপুরের যানজট নিয়ন্ত্রণ, চাদাবাজি, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি । পুলিশ কমিশনার টিম ওয়ার্কের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতউল্লাহ খান, উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক্স) ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিস, আব্দুল্লাহ আল মামুনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে বুধবার (১৩ জুলাই) দুপুরে যোগদান করেছেন মোল্যা নজরুল ইসলাম।
গত ৩০ জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে মোল্যা নজারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।