সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা,প্রতিবাদে মহসড়ক অবরোধ

প্রতিনিধি, লালমনিরহাট : সংবাদ সংগ্রহের সময় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় মাজহারুল ইসলাম রিফাতের ওপর হামলা করেছে ছাত্রলীগ।

এর প্রতিবাদে উপজেলার সব সাংবাদিকরা ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (১৭ জুলাই) উপজেলার বড়খাতা ইউনিয়নে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলার শিকার হন ডেল্টা টাইমসের হাতীবান্ধা প্রতিনিধি মাজারুল রিফাত।

এসময় তার সাথে থাকা অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাংবাদিক মাজারুল রিফাত ডেল্টা টাইমসের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি এবং দক্ষিণ গড্ডিমারী এলাকার আব্দুল হামিদের ছেলে।

সাংবাদিক লাঞ্চিতের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে হাতীবান্ধা উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন।

ঘটনাস্থলে  হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম অভিযোগের প্রেক্ষিতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ তুলে নেন।