সাংবাদিক অমিত হাবিব চিরনিদ্রায় শায়িত

শেয়ার বিজ ডেস্ক: গতকাল শুক্রবার সাংবাদিক অমিত হাবিবকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে সকাল থেকে রাজধানীর বাংলামোটরে তার কর্মস্থল দেশ রূপান্তর প্রাঙ্গণে ভিড় জমান দেশের বিভিন্ন সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ পেশাজীবীরা।

দেশ রূপান্তর প্রাঙ্গণে অমিত হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বেসরকারি টেলিভিশন ডিবিসির প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রূপায়ণ গ্রুপের পরিচালক-কর্মকর্তা, দেশ রূপান্তরের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় প্রেস ক্লাব চত্বরে তার দ্বিতীয় জানাজায় অংশ নেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। জানাজা শেষে দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের কফিনে জাতীয় প্রেস ক্লাবের পক্ষে  জ্যেষ্ঠ সহসভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সম্পাদক পরিষদের পক্ষে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ শোক ও শ্রদ্ধা জানান।

জাতীয় প্রেস ক্লাবে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে অমিত হাবিবকে বহনকারী ফ্রিজিং অ্যাম্বুলেন্স ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়। বিকালে তার মরদেহ ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে পৌঁছায়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান প্রমুখ তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার দৈনিক দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব রাত ১১টা ১৫ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

অমিত হাবিবের জন্ম ১৯৬৩ সালের ২৩ অক্টোবর। কর্মজীবনে তিনি দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক, দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদক, দৈনিক যায়যায়দিনের প্রধান বার্তা সম্পাদকসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন।