Print Date & Time : 28 August 2025 Thursday 4:02 pm

সাংবাদিক আজিজের নামে মামলার প্রতিবাদ

প্রতিনিধি, হিলি (দিনাজপুর) : আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

গতকাল দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে সংগঠনের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেনÑসাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সৈয়দ মোস্তাফিজুর রহমান, রমেন বসাক, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, হালিম আল রাজী ও আব্দুল আজিজ।

স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১ অক্টোবর হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় অবৈধ মালপত্র পাচার হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করেন। এ সময় স্থানীয় পাসপোর্ট দালাল ও চোরাকারবারি মনির, তাহাকিক হাসান, রাজু, সুইট ক্ষিপ্ত হয়ে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজের ক্যামেরা ছিনিয়ে নিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা করেন। এ ঘটনায় সাংবাদিকরা থানায় জিডি করলে এরই জেরে চোরাকারবারি তাহাকিক হাসান আজিজের নামে এ চাঁদাবাজির মিথ্যা মামলা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেনÑসাংবাদিক সাজ্জাদ হোসেন, মুছা মিয়া, মোয়াজ্জেম হোসেন, মোসলেম উদ্দিন, গোলাম রব্বানী, তারিকুল ইসলাম, খোকন হোসেন, লুৎফর রহমান, নুরুজ্জামান, বাপ্পি হোসেন ও ছামিউল ইসলাম আরিফ প্রমুখ।