Print Date & Time : 6 July 2025 Sunday 3:33 am

সাংবাদিক বদিউল আলম আর নেই

শেয়ার বিজ ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম রবিবার দুপুর ১:৩০ মিনিট রাজধানীর মগবাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বদিউল আলমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ রাত ৭:৩০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও রাত ৮:৩০টায় জাতীয় প্রেসক্লাবে বদিউল আলমের জানাজা অনুষ্ঠিত হয় ।জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।