Print Date & Time : 9 September 2025 Tuesday 7:59 pm

সাইফুল ইসলাম এমসিসিআইয়ের সভাপতি পুনর্নির্বাচিত

মো. সাইফুল ইসলাম ২০২৩ সালের জন্য মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠিত এমসিসিআইয়ের ১১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি অনুমোদিত হয়। তিনি ১৯৯৮ সাল থেকে সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃত। মো. সাইফুল ইসলাম পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক। বিজ্ঞপ্তি