শেয়ার বিজ ডেস্ক: ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিতে সাইবার হামলা চালানো হয়েছে। হামলায় জার্মানির অয়েলট্যাকিং, বেলজিয়ামের এসইএ ইনভেস্ট ও নেদারল্যান্ডসের ইভোসের আইটি সিস্টেম ব্যাহত হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব হামলা করা হয়। খবর: বিবিসি, এপি।
জানা গেছে, সাইবার হামলার কারণে বিশ্বজুড়ে তেল সংরক্ষণ ও পরিবহন কোম্পানিসহ কয়েক ডজন টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে একটি সংগঠিত হামলা বলে অভিহিত করেছেন। তাছাড়া হামলায় ওই তিন কোম্পানির আইটি সিস্টেম অনেকটাই ভেঙে পড়েছে।
বেলজিয়ান প্রসিকিউটররা জানান, এ হামলার তদন্ত করা হচ্ছে, কারণ এসইএ ইনভেস্টের টার্মিনালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম্পানির মুখপাত্র জানান, ইউরোপ ও আফ্রিকায় তাদের চালিত সব বন্দরে হামলা চালানো হয়। এরই মধ্যে আইটি সিস্টেম ঠিক করতে কাজ শুরু করেছে কোম্পানিটি।
নেদারল্যান্ডসের ইভোসের এক মুখপাত্র বলেন, টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোর আইটি পরিষেবার কার্যক্রম সম্পাদনে কিছু বিলম্ব হচ্ছে।
অন্যদিকে অয়েলট্যাকিং তেল, গাড়ির জ্বালানি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সঞ্চয় করে থাকে। গত সোমবার কোম্পানিটি সাইবার হামলার শিকার হয়। এ ঘটনার পর তারা মজুত কমাতে বাধ্য হয়।
ডয়েচে ভেলের সম্প্রচার বন্ধ রাশিয়ায়: এদিকে ইউরোপে রুশ টিভি নেটওয়ার্ক আরটির জার্মান চ্যানেল নিষিদ্ধ হওয়ার জবাবে জার্মানির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলের (ডিডব্লিউ) প্রচার বন্ধ করে দিয়েছে মস্কো। বাতিল করা হয়েছে জার্মানির সংবাদমাধ্যমটির মস্কো ব্যুরোর সব সাংবাদিকের অ্যাক্রিডেশনও। অদূর ভবিষ্যতে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ আসবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রথম ঘোষণা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রাশিয়ার ভেতরে ডিডব্লিউর স্যাটেলাইট ও সব ব্রডকাস্টিং অধিকার বাতিল করা হচ্ছে। এখন থেকে দেশটিতে ডয়েচে ভেলেকে ‘ফরেন এজেন্ট’ হিসেবে দেখা হবে।
ডয়েচে ভেলে মস্কোর এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ ও ‘পুরোপুরি অতিরঞ্জিত প্রতিক্রিয়া’ বলে মন্তব্য করে সমালোচনা করেছে। জার্মানির সরকার বলছে, রাশিয়ার এ পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং এর সঙ্গে আরটি’র ওপর বার্লিনের নিষেধাজ্ঞার কোনো তুলনাই চলে না।
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এ পদক্ষেপের ঘোষণা এলো। ডয়েচে ভেলের সম্প্রচার বন্ধকে বিদেশি গণমাধ্যমের ওপর ক্রেমলিনের ক্রমবর্ধমান বিধিনিষেধের নমুনা হিসেবে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।