Print Date & Time : 4 September 2025 Thursday 7:25 am

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইইই, টেক্সটাইল ও স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), টেক্সটাইল ও স্থাপত্য বিভাগের সামার সেমিস্টার ২০২৩-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড.শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি । সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ (অব:)।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. আ ব ম ফারুক নবাগত শিক্ষার্থীদের সাথে বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন । উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি