সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ‘অরগানাইজেশনাল বিহেভিয়ার’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা সম্প্রতি আয়োজন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবুন্নেসা কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সাংগঠনিক আচরণের মৌলিক বিষয়ে ব্যবস্থাপনার ধারণা, প্রক্রিয়া ও দক্ষতার সমন্বয়ে একটি ইতিবাচক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অংশগ্রহণকারীদের কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য প্রশংসা করেন। বিজ্ঞপ্তি
