Print Date & Time : 12 September 2025 Friday 7:37 pm

সাউথইস্ট ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্র্রতি ক্যাশ ম্যানেজমেন্ট ইন ব্যাংকস উইথ স্পেশাল রেফারেন্স টু বাংলাদেশ ব্যাংক গাইডলাইনস শীর্ষক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে ব্যাংকের ১৩৫টি শাখার ক্যাশ ইনচার্জ ও ২২টি উপশাখার ক্যাশ কর্মকর্তারা তাদের ক্যাশ ম্যানেজমেন্টের ওপর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কমপ্লায়েন্ট থাকার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক (ডিসিএম) মো. শাহাদাৎ হোসেন ওই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। বিজ্ঞপ্তি