Print Date & Time : 7 August 2025 Thursday 5:14 pm

সাউথ বাংলা ব্যাংকের নতুন অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও এ কে এম রাশেদুল হক চৌধুরী এবং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ কে এম ফজলুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে হাবিবুর রহমান ব্যাংকিং সেক্টরের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের পাশাপাশি সততার ওপর জোরারোপ করেন। তিনি ব্যাংকিং নিয়মাচার পরিচালনে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি