সাউথ বাংলা ব্যাংকের সঙ্গে মমো ইন হোটেলের চুক্তি

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড এবং বগুড়ার মমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং মমো ইনের জেনারেল ম্যানেজার গাজী কে. রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন। এছাড়া ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, অপারেশন্স ম্যানেজার মো. শরিফুল ইসলাম, মমো ইনের ফ্রন্ট অফিসের ম্যানেজার মো. রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি