Print Date & Time : 3 August 2025 Sunday 10:35 pm

সাউথ বাংলা ব্যাংকে ব্যবসায়িক সভা অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্যবস্থাপকদের সঙ্গে ব্যবসায়িক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়াল কনফারেন্সে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা ও মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ ব্যাংকের সব শাখার প্রধানরা যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি