সাকিবকে নিয়ে সুখবর দিল বিসিবি

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে আসন্ন টেস্ট সিরিজের শুরুতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে তারকা এ অলরাউন্ডারকে নিয়ে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি আশার খবরই দিয়েছেন। তিনি জানিয়েছেন, সাকিবের চোট গুরুতর নয়, দ্রুতই অনুশীলনে ফিরতে পারবেন।

এরআগে গত ২৫ জানুয়ারি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ম্যাচ চলাকালীন বোলিং করার সময়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব। তবে আশার খবর হলো সাকিবের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তবে এখনো বিশ্রামে থাকতে হবে। তার সর্বশেষ অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি বলেন, ‘সাকিবের স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। ব্যথাও আগের চেয়ে কমে গিয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়িই উনি মাঠে ফিরবেন। তবে আরও এক-দুইদিন বিশ্রামে থাকা লাগবে। আশা করা যায় প্রথম টেস্টে তিনি খেলবেন।’

আগামী বুধবার থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। তাই এখন সাকিবকে দলে পাওয়া নিয়েই এখন যত চিন্তা। তবে বিসিবি চিকিৎসকের কথায় আশাবাদী হওয়া যায় সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম টেস্টেই সাকিবকে দলে পাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ৩ ফেব্রুয়ারি। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে শেষ ম্যাচটি।