Print Date & Time : 8 July 2025 Tuesday 8:43 am

সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ার বিজ ডেস্ক : দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না দেশসেরা এই ক্রিকেটার। এরই মধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ আদেশ দেন।

সাকিব ছাড়াও এই তালিকায় রয়েছে আরও ১৫ জনের নাম। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন-সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

দুদকের আবেদনে বলা হয়েছে, সমবায় অধিদফতরের উপনিবন্ধক মো. আবুল খায়েরসহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে সরকারি বিধি বিধান ও শেয়ারবাজার আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের বরাত দিয়ে আবেদনে বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্টরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।