সাকিবের আরেকটি রেকর্ড

 

ক্রীড়া প্রতিবেদক: নিজের ৫০তম টেস্টকে স্মরণীয় করে রাখতে রেকর্ডের পর রেকর্ড করে চলেছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম দিনই করেছিলেন অনন্য এক রেকর্ড। অলরাউন্ডার হিসেবে সবচেয়ে কম ম্যাচে একই সঙ্গে ১৫০ উইকেট এবং সাড়ে তিন হাজার রানের কীর্তি গড়েছিলেন।

ম্যাচের দ্বিতীয় দিনে আরেকটি রেকর্ড করে ফেলেছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে জশ হ্যাজেলউডকে আউটের মধ্য দিয়ে ব্যক্তিগত ৫ উইকেট তুলে নেন তিনি। আর এর মধ্য দিয়ে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। ক্যারিয়ারে ১৬তম বারের মতো পাঁচ উইকেট পেলেন তিনি।

বিশ্বের চতুর্থ বোলার হিসেবে সব দলের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশি এ অলরাউন্ডারের আগে এই রেকর্ড করেছিলেন মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথ। এ রেকর্ডটা হয়তো আরও আগে হয়ে যেতে পারতো। হয়নিÑকারণ টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ পেলেন এ প্রথম। তাই সুযোগ পেয়ে নিজের এতদিনের বাকি থাকা কাজটা সেরে নিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ৩ বার পাঁচ উইকেট পেয়েছেন সাকিব। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েছেন দুবার। আর বাকি দলগুলোর বিপক্ষে পেয়েছেন একবার করে।