ক্রীড়া ডেস্ক : টানা দুই হারে ফাইনালে যেতে না পারার শঙ্কাটা প্রবলই ছিল। তবে কাগজে-কলমে একটা সম্ভাবনা টিকে ছিল বাংলাদেশের। কিন্তু লক্ষ্যটা মোটেই সহজ ছিল না। নিউজিল্যান্ডকে হারাতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হতো ২০৮। এই কঠিন লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করেন সাকিব আল হাসান। কিন্তু এ লড়াইও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের বড় পরাজয়ের হতাশা নিয়েই ত্রিদেশীয় সিরিজ থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের দলের।
টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল তারা। ব্যাট করার জন্য দারুণ উইকেটে স্বাগতিকরা ৫ উইকেটে ২০৮ রান জমা করে স্কোরবোর্ডে। জবাবে পুরো ওভার খেলে ৭ উইকেটে ১৬০ রান তুলতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের টানা তৃতীয় হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের। চার ম্যাচে তিন জয়ে কিউইদের পয়েন্ট ৬। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট অর্জন করেছে পাকিস্তান। বাংলাদেশের নামের পাশে কোনো পয়েন্ট নেই।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০ ওভারে ২০৮/৫ (অ্যালান ৩২, কনওয়ে ৬৪, গাপটিল ৩৪, ফিলিপস ৬০, চ্যাপম্যান ২, নিশাম ৬, ব্রেসওয়েল ০; সাইফ ৪-০-৩৭-২, শরিফুল ৪-০-৪১-২, ইবাদত ৪-০-৪০-২, সাকিব ৪-০-৪০-০, সৌম্য ২-০-২১-০, মোসাদ্দেক ২-০-২৪-০)।
বাংলাদেশ : ২০ ওভারে ১৬০/৭ (শান্ত ১১, লিটন ২৩, সৌম্য ২৩, সাকিব ৭০, নুরুল ২, আফিফ ৪, ইয়াসির ৬, সৈকত ৯, সাইফউদ্দিন ৩; অ্যাডাম ৪-০-২৪-৩, ব্রেসওয়েল ৪-০-৩৯-২, ইশ শোধি ৪-০-৩৩-০, বোল্ট ৪-০-২২-০, সাউদি ৪-০-৩৬-২)।
ফল : নিউজিল্যান্ড ৪৮ রানে জয়ী।