Print Date & Time : 28 August 2025 Thursday 1:23 am

সাকিব নেই স্বস্তিতে ডু-প্লেসি

 

ক্রীড়া ডেস্ক: চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে নেই দক্ষিণ আফ্রিকার অনেক তারকা। কিন্তু তাতে কোনো আক্ষেপ নেই ফাফ ডু-প্লেসির। প্রোটিয়া অধিনায়কের একটাই স্বস্তি, প্রতিপক্ষ দলে নেই সাকিব আল হাসানের মতো সেরা অলরাউন্ডার।

টানা ক্রিকেটে ক্লান্ত সাকিব। যে কারণে রয়েছেন তিন মাসের ছুটিতে। এ সময়ে তিনি শুধু রঙিন পোশাকের ক্রিকেটে খেলবেন। তাইতো আজ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে স্বাগতিক অধিনায়ককে। এ নিয়ে গতকাল ডু-প্লেসি বলেন, ‘সাকিব নেই, ওদের জন্য এটা বড় ক্ষতি। সে দুর্দান্ত ক্রিকেটার। বেশ কিছুদিন ধরেই বিশ্বের শীর্ষ অলরাউন্ডারও। সে এমন একজন ক্রিকেটারÑ যে কি না বিভিন্ন কন্ডিশনে দুর্দান্ত পারফর্ম করে। ওকে না পাওয়া অবশ্যই ওদের জন্য (বাংলাদেশের) বড় ক্ষতি। আমি খুব খুশি যে, সাকিব খেলছে না।’

গত এক বছরে ব্যাট-বলে দারুণ পারফর্ম করে আসছিলেন সাকিব। এ সময়ে টাইগার এ বাঁহাতি ৭ টেস্টে ৬৬৭ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ২৭টি। নিশ্চয়ই তাকে এ সিরিজে মিস করবে বাংলাদেশ। তা আর বলার অপেক্ষা রাখে না। যেমননি মনে করেন প্রতিপক্ষের অধিনায়কও।