সাকিব-মুমিনুলে প্রথম সেশনে দৃঢ়তা দেখালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও পরপর দুই ওপেনার হারিয়ে বিপদে পড়লেও সেখান থেকে বাংলাদেশকে পথ হারাতে দেননি সাকিব আল হাসান আর মমিনুল হক। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেটে ৮২ রান। সাকিব ব্যাট করছেন ১৬ রানে। আর মুমিনুল ২৩ রানে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ একাদশে ফিরেছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন ইয়াসির আলী ও এবাদত হোসেন।

এদিন দিনের শুরুতে দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশ ধীরে ধীরে রানের চাকা বাড়িয়ে চলছিল। কিন্তু ১৫তম ওভারে এসেই ছন্দপতন ঘটে। কুলদিপ যাদবের পরিবর্তে সুযোগ পাওয়া জয়দেব উনাদকাটের বলে ক্যাচ তুলে দেন জাকির হাসান। তার ক্যাচটি তালুবন্দি করেন লোকেশ রাহুল। প্রথম টেস্টে সেঞ্চুরি করা জাকির ৩৪ বলে ১৫ রান করেছেন।

পরের ওভারে অশ্বিনের বলটি ঠিকমতো বিচার করতে পারেননি শান্ত। পা বাড়িয়ে ডিফেন্ড করেছিলেন। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার আঙুলও তুলে দেন। পরে রিভিউ নিয়েও শান্ত বাঁচতে পারেননি। জাকিরের পর ফেরা শান্ত ২৪ রান করতে পেরেছেন।

অবশ্য দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলেছিলেন অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়া জাকির। কিন্তু উমেশ যাদবের বলে ডিপ ফাইন লেগে তার ক্যাচ হাতে রাখতে পারেননি মোহাম্মদ সিরাজ। বরং সেই চেষ্টায় এই পেসার উল্টো কাঁধে ব্যথা পেয়েছেন। তার পর থেকে অবশ্য সতর্ক থেকেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করে যাচ্ছিলেন। সেই জুটি ভাঙলেন এক যুগ পর টেস্ট দলে ফেরা উনাদকাট।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ: লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।