শেয়ার বিজ ডেস্ক: সাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ভেসে আসা ট্রলারের আরও পাঁচ জেলের লাশ পাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। তাদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বুধবার সকালে ট্রলারটি থেকে ছয়জনের লাশ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন গতকাল শুক্রবার জানান, বৃহস্পতিবার দুপুরে হিমছড়ি ও মহেশখালীর হোয়ানক থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে কক্সবাজারের সমিতি পাড়া এলাকার সাগরে আরও তিনজনের লাশ পাওয়া যায়। কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, যে ১১ জনের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর এক নম্বর ওয়ার্ডের মৃত আসমান পাটোয়ারীর ছেলে শামছুদ্দিন পাটোয়ারী (৪৫), পূর্ব মাদ্রাজ এলাকার মৃত আবদুস শহীদের ছেলে মোহাম্মদ বাবুল (৩২), উত্তর মাদ্রাজ এলাকার মৃত আবদুল হকের ছেলে মোহাম্মদ মাসুদ (৪৫), একই এলাকার মৃত বুজুগ হাওলাদারের ছেলে আজি উল্লাহ ওরফে মনির (৩৮), মৃত মোহাম্মদ নুরের ছেলে অলি উল্লাহ (৫০), রসুলপুরের ৬ নম্বর ওয়ার্ডের শষীবিষণ এলাকার মুসলিম বলির ছেলে জাহাঙ্গীর বলি (৪০) এবং পূর্ব মাদ্রাজের মো. তরিক মাঝির ছেলে কামাল হোসেন (৩৫)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন জানান, নিহতদের মধ্যে বাকি চারজনের লাশ অনেকখানি বিকৃত হয়ে গেছে, ফলে চেনার উপায় নেই। জীবিত অবস্থায় উদ্ধার হওয়া দুজন এখনও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থা উন্নতির দিকে।
চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, নিহত জেলেদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর। আর দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২৫ হাজার টাকা করে দিয়েছে।

Print Date & Time : 5 August 2025 Tuesday 12:03 am
সাগর থেকে ভেসে আসা ট্রলারের আরও পাঁচজনের মরদেহ উদ্ধার
জাতীয় ♦ প্রকাশ: