Print Date & Time : 29 August 2025 Friday 6:18 am

সাজাভোগের পর দেশে ফিরে গেল পাচঁ ভারতীয় নাগরিক

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদি সাজাভোগের পর নিজ দেশে ফিরে গেলেন পাঁচ ভারতীয় নাগরিক। তারা হলেন- বর্ধমান জেলার গর্জনাচুটি উপজেলার গর্ধমানমারী গ্রামের নরন হাসদার ছেলে সামিউল হামদা, মন্টু মর্মর স্ত্রী শান্তনা মর্মু, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি উপজেলার চোরদিঘি গ্রামের একরাম মার্ডিও ছেলে রুবেল মার্ডি, ভারতের দিনাজপুর জেলার হিলি উপজেলার উস্টেট অঅপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমরোম ও আসাম জেলার ডুবরি উপজেলার কালাইর আলগা গ্রামের  শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ। এদের মধ্যে সামিউল, মর্মূ, মার্ডি নঁওগা সীমান্ত দিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে অবৈধ ভাবে প্রবেশ করলে ২৩ ব্যাটালিয়ন তাদের আটক করে।২ বছর কারাভোগ শেষে আজ দু দেশের আইন প্রক্রিয়া অনুযায়ী নিজ দেশে ফিরে যায়। বাকি দুইজন ৬ বছর কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন। 

আজ বুধবার  বেলা ১২ টার দিকে দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, ভারত ফেরত আসামীরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে আইন শৃংখলা বাহিনী তাদের আটক করেন। পরে দেশের আইন প্রক্রিয়া অনুয়ায়ী তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয় । সাজাভোগ শেষে দুদেশের আইন প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে নিজ দেশে ফেরত দেয়া হয়েছে।