প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসের মাটি সরিয়ে নেয়ায় সাড়ে ছয় ঘণ্টা পর সাজেকের পথে সড়ক যোগাযোগ চালু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় বুধবার ২টার পর সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আকতার।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, পাহাড় ধসের পর সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোনো সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে, পর্যটকরাও যাতায়াত শুরু করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে রাঙামাটিতে ভারি বৃষ্টিপাত হয়। এতে খাগড়াছড়ি শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দরাম এলাকায় বুধবার সকালে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে সকাল থেকে মেঘের রাজ্যখ্যাত পর্যটন স্পট সাজেকে যাওয়া ও আসার পথে হাজারো পর্যটক আটকা পড়েন। খবর পেয়ে মাটি সরাতে সেনাবাহিনী কাজ শুরু করে।