Print Date & Time : 31 August 2025 Sunday 8:52 am

সাজেকে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির মেঘের রাজ্য খ্যাত সাজেকে সড়ক দূর্ঘটনায় হৃদয় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে মাচালং এলাকায় চাঁদের গাড়ি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়। এখনো তার সম্পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবারও মাচালং এলাকায় সড়ক দূর্ঘটনায় ৪ জন পর্যটক মারাত্মকভাবে আহত হন।