Print Date & Time : 28 August 2025 Thursday 7:35 am

সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ৬ পর্যটক

প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে ৬ পর্যটক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টার সময় সাজেকের রুইলুই এলাকার হাউসপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ছয় পর্যটক মারাত্মক আহত হন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন ঢাকার রামপুরার লিটু (৩২), মনিয়া মুন (২৯), বর্ণা আক্তার (৩২), মিরপুর ও আশুলিয়ার নুর নাহার (২৫), দিদার হোসেন (২৬) এবং মোহাম্মদ সাগর আহমেদ (৩২)।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা বলে তিনি নিশ্চিত করেন।