শেয়ার বিজ ডেস্ক: মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর একটি শিল্পকর্ম রেকর্ড প্রায় সাড়ে তিন কোটি ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুথিবে নিলাম ঘরে রেকর্ড তিন কোটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়েছে শিল্পকর্মটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। লাতিন আমেরিকার কোনো শিল্পকর্মের এটাই সর্বোচ্চ দাম। খবর: বিবিসি, নিউইয়র্ক টাইমস।
এর আগের রেকর্ডটি ছিল দিয়েগো রিভেরার একটি শিল্পকর্মের। ২০?১৮ সালে তার একটি শিল্পকর্ম বিক্রি হয় ৯৭ লাখ ৬০ হাজার ডলারে।
ফ্রিদা কাহলোর শিল্পকর্মটির নাম ‘দিয়েগো ই ইয়ো’। এটি তার অন্যতম একটি আত্মপ্রতিকৃতি। ছবিটিতে ছল ছল চোখের কাহলোকে দেখা যায়। আর তার চোখের ওপর রয়েছে তার স্বামী দিয়েগো রিভেরার প্রতিকৃতি।
স্থানীয় সময় গত মঙ্গলবার সুথিবে নিলাম ঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এ শিল্পকর্মটি এখন পর্যন্ত নিলামে ওঠা কাহলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, শিল্পকর্মটির ক্রেতা হলেন এডুয়ার্ডো এফ. কোসানটিনি। তিনি আর্জেন্টিনায় একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন। কাহলোর শিল্পকর্মটি এর আগে সবশেষ ১৯৯০ সালে ১৪ লাখ ডলারে বিক্রি হয়। বিংশ শতাব্দির অন্যতম মহান শিল্পী বিবেচিত হয়ে থাকেন ফ্রিদা কাহলো। নিজের অন্তরঙ্গ আত্মপ্রতিকৃতির জন্য বিখ্যাত তিনি। এসব প্রতিকৃতিতে তার বেদনা ও বিচ্ছিন্নতা চিত্রায়িত হয়েছে।
১৯০৭ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বেঁচে ছিলেন ফ্রিদা কাহলো। আদিবাসী মেক্সিকান সংস্কৃতি শিল্পকর্মে তুলে এনেছেন তিনি। জীবদ্দশায় নানা শারীরিক যন্ত্রণায় ভুগতে হয়েছে তাকে। শৈশবে পোলিও আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যান তিনি। পরে এক বাস দুর্ঘটনায়ও মারাত্মক আহত হন।