Print Date & Time : 20 August 2025 Wednesday 4:54 pm

সাড়ে ৪ কোটি টাকায় উন্নত হবে শীতল ঝর্ণা আবাসিকের সড়ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের ২নং জালালাবাদ ওয়ার্ডের শীতল ঝর্ণা আবাসিক এলাকার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

চার কোটি সাড়ে ৬৩ লাখ টাকার এ প্রকল্পের আওতায় আরেফিন নগর সড়ক, বিশ্ব কবরস্থান থেকে লতিফ সুবেদার স্থানীয় সড়ক, সাউদার্ন ইউনিভার্সিটি থেকে মুক্তিযোদ্ধা এলাকা ও আস্তানা নগর হয়ে ফরেস্ট পর্যন্ত শীতল ঝর্ণা আবাসিক এলাকার সড়ক ও ওয়াহেদ আলী বাড়ির বাইলেইনের উন্নয়ন করা হবে।

এ সময় মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিয়েছেন তার আওতায় এ সড়কগুলো সংস্কার করা হচ্ছে। আমি নতুন সড়ক নির্মাণের পাশাপাশি সড়ক সংস্কারে জোর দিচ্ছি। কারণ সড়ক সংস্কারে ব্যয় তুলনামূলক কম হলেও এর সুফল অনেক বেশি হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা বেগম মুন্নী, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরী, সহকারী প্রকৌশলী রিফাত উল কবির, জনসংযোগ ও  প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদসহ স্থানীয় নেতা ও এলাকাবাসী।