নিজস্ব প্রতিবেদক: ৫ লাখ ৪০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি আটক করেছে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন বি. বাড়িয়া বিভাগ। রোববার (২৮ জুন) সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তল্লাশি চালিয়ে এ বিশাল চালানের বিড়ি আটক করা হয়।

কুমিল্লা ভ্যাট কমিশনার মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ কমিশনারেটের আওতাধীন এটি সবচেয়ে বেশি বড় চালানের নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির চালান আটক।
কমিশনার জানান, একটি চক্র রাজস্ব ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে আসছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বি বাড়িয়া ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনারের নেতৃত্বে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ লাখ ৪০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি আটক করা হয়। এ চালানটি এ কমিশনারেটের আওতায় সবচেয়ে বড় আটকের ঘটনা।

তিনি জানান, বিড়ির মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। আর রাজস্ব প্রায় দুই লাখ টাকা। রাজস্ব ফাঁকি দিতে নকল ব্যান্ডরোল তৈরি করে বিড়িতে লাগানো হয়েছে। চালানটি কোন জেলা থেকে এ বিড়ি পাঠানো হয়েছে তার ঠিকানা দেয়া নেই। ধারণা করা হচ্ছে এ বিড়ি অবৈধভাবে বাজারজাত করার জন্য কুষ্টিয়া এলাকা থেকে কুরিয়ারে বুকিং করে আনা হয়েছে। যে ঠিকানায় পাঠানো হয়েছে তা আমরা তার খোঁজ নিচ্ছি। তথ্য পাওয়া গেলে মামলা করা হবে। অন্যথায় এ বিড়ি বাজেয়াপ্ত করা হবে।

এর আগে ৯৮ হাজার ৫৬০ শলাকার জাল ব্যান্ড ও ব্যান্ডরোল বিহীন সিগারেট আটক করে এ কমিশনারেটের কর্মকর্তারা। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট আটক করা হয়। আটক করা সিগারেটের মধ্যে রয়েছে-দেশ গোল্ড, ফ্রেশ গোল্ড, পদ্মা গোল্ড, ফ্লেইক গোল্ড, সেনর গোল্ড, বেঙ্গল, রিচ ব্লাক, সিটি গোল্ড, নাসির গোল্ড, স্টার সিগারেট।
আরো পড়ুন-৯৯ হাজার শলাকা সিগারেট আটক করেছে কুমিল্লা ভ্যাট কমিশনারেট
অবৈধ ব্র্যান্ড ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট বিক্রি ও বাজারজাত দন্ডনীয় অপরাধ। এছাড়া বিভিন্ন সময় নকল ব্যান্ডরোলযুক্ত ও ব্যান্ডরোলবিহীন সিগারেট, বিড়ি আটক করা হয়। অভিযানের ফলে নকল ব্যান্ডরোলযুক্ত ও ব্যান্ডরোলবিহীন বিড়ি, সিগারেট বাজারজাত কিছুটা বন্ধ হয়েছে।
###