Print Date & Time : 11 September 2025 Thursday 2:04 am

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে মাছ ব্যবসায়ীর কারাদণ্ড

প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের খাদ্যগুদাম মোড়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীর জেল-জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মাছ ব্যবসায়ী মফিজুর রহমান শিমুলকে উক্ত জেল-জরিমানা করেন।

এর আগে খাদ্যগুদাম মোড়ে মাছ প্রক্রিয়াজাত কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দন্ড পাওয়া ব্যবসায়ী মফিজুর রহমান শিমুল (৩২) শহরের মুনজিতপুর এলাকার জাহাবক্স আলীর ছেলে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খাদ্য গুদাম মোড় এলাকায় শিমুলের একটি মাছ প্রক্রিয়াজাত কারখানা রয়েছে। তিনি চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে ওজন বাড়িয়ে বাজারজাত করেন,এমন অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করাকালীন হাতেনাতে আটক হন শিমুল। জব্দ করা হয় ৫০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে বলে জানান মোখলেছুর রহমান।