Print Date & Time : 14 August 2025 Thursday 9:06 pm

সাতক্ষীরায় ট্রাক চাপায় যুবক নিহত

প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা বাইপাস সড়কের লেকভিউ মোড় এলাকায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার মোবারকপুর গ্রামের রিয়াজুদ্দীন শেখের ছেলে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত যুবক পৈতৃক জমি-জমা দেখাশুনা করতেন বলে জানা গেছে।

তালা সদর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন জানান, আব্দুল্লাহ শেখ ব্যক্তিগতকাজে মোটরসাইকেলে দেবহাটার বহেরা এলাকায় যাচ্ছিলেন। বাইপাস সড়কের লেকভিউ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাথায় সজোরে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জেহাদ ফকরুল আলম খান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আব্দুল্লাহ শেখের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।