Print Date & Time : 29 August 2025 Friday 11:45 pm

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতি আটক ৬

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে ডাকাত সরদার শরীফ বান্নাকে সদর উপজেলার মাগুরা বৌ-বাজার এলাকা থেকে এবং অপর পাঁচ ডাকাতকে শনিবার বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডকাফসহ ডাকাতি করার অন্যান্য সামগ্রী। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক ডাকাতদলের সদস্যরা হলোÑসদর উপজেলার নারায়ণজোল এলাকার শরীফ হাসানুল বান্না ওরফে সুমন, কাশেমপুর গ্রামের সাব্বির হোসেন, পাথরঘাটা গ্রামের হাফিজুর রহমান, গোবিন্দকাটি গ্রামের জাহিদ হোসেন ও আকরামুল মোড়ল এবং কালীগঞ্জ থানার সোনাতলা এলাকার রাশিদুল ইসলাম।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা পৌরসভার মধুমল্লারডাঙ্গী এলাকার গরু ব্যবসায়ী শেখ আনোয়ারুল ইসলাম ও তার ছেলে রিফাত হোসেন গরু বিক্রির দুই লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া পূজামণ্ডপের সামনে এলে তাদের গতিরোধ করে পুলিশ পরিচয়ের একদল ডাকাত। মাদকদ্রব্য থাকার মিথ্যা অভিযোগ তুলে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা কেড়ে নেয় ডাকাতরা। ঝাউডাঙ্গা বাজার পার হয়ে বাবা শেখ আনোয়ারুল ইসলাম ও তার ছেলে রিফাত হোসেনকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টাকালে তাদের চিৎকারে স্থানীয়দের সহায়তায় পাঁচ ডাকাতকে আটক করে পুলিশ। তবে পালিয়ে যায় দলনেতা শরীফ হাসানুল বান্না।

এ ঘটনায় ভুক্তভোগী শেখ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন, যার নম্বর ৫০। ডাকাতদের কাছ থেকে জব্দ করা হয় পুলিশের পোশাক, পরিচয়পত্র, বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডকাফসহ ডাকাতি করার কাজে

ব্যবহƒত অন্যান্য সামগ্রী। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ সুপার।