Print Date & Time : 1 August 2025 Friday 1:12 am

সাতক্ষীরায় ভারতফেরত ১১ জন কভিড আক্রান্ত

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় ভারতফেরত ৩০০ পাসপোর্টধারী যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার শেষ মুহূর্তে মঙ্গলবার রাতে ১৪২ জনের মধ্যে ১১ জনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতফেরত বাংলাদেশি ১৪২ নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে। তিনি সবাইকে সাবধান থাকতে অনুরোধ করেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন মুহাম্মদ হুসাইন সাফায়েত বলেন, তাদের সাতক্ষীরা মেডিকেলের আলাদা ইউনিটে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়ছে। তদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কি নাÑসে বিষয়ে নিশ্চিত করতে আলাদা স্যাম্পল আগামী পাঁচ দিনের মধ্যে আইইডিসিআরএ পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন। এছাড়া বাকিদের বুধবার নিজ বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।