Print Date & Time : 13 September 2025 Saturday 11:27 pm

সাতক্ষীরায় সড়কে নিহত ২

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় পূজা দেখতে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।

জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কালীবাড়ি এলাকায় বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তারা হতাহত হন বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আশাশুনি স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন।

নিহত একজন হলেন উপজেলার নড়েরআবাদ গ্রামের গণেশ মণ্ডলের ছেলে হিরামন মণ্ডল (২৫)।

অন্যজনের নাম সজীব মণ্ডল (২১) বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ওসি বলেন, আশাশুনির দিক থেকে কালীবাড়িতে পূজা দেখতে যাচ্ছিলেন তিন ব্যক্তি মোটরসাইকেলে করে। পথে অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে ঘটনাস্থলে নিহত হন হিরামন। আর সজীব মারা যান হাসপাতালে নেয়ার পর।

তাছাড়া রিপন মণ্ডল (২৪) নামে একজন আহত হয়েছেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলায়েত হোসেন।