সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘ভুয়া বিল ভাউচার বন্ধ কর, অগঠনতান্ত্রিকভাবে অনুদানের অর্থ উত্তোলনকারীর বিচারের আওতায় আনো’ এ সেøাগান সামনে রেখে ২০১৯-২০ অর্থবছরে ২২টি ও ২০২০-২১ অর্থবছরে ‘চারুকলা থিয়েটার খাত’ থেকে ২৫টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অনুদান দেয়া হলেও কাজ না করে অর্থ উত্তোলনের অভিযোগে মানববন্ধন করেছে প্রগতিশীল সাংস্কৃতিককর্মীরা।

নিউ মার্কেটের সামনে সাংস্কৃতিক কর্মী আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক মো. মুনসুর রহমান, মো. আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

এ তালিকায় রয়েছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা, জেলা সাহিত্য পরিষদ, সাম্প্রতিক সাহিত্য ও আবৃত্তি সংসদ, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠী, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, কবিতাকুঞ্জ, লিনেট ফাইন আটস, বর্ণমালা একাডেমি, জাগ্রত সাতক্ষীরা, আজমল স্মৃতি সংসদ, অধীতি একটি কণ্ঠকলা, স্বরলিপি একাডেমি, সাতসুরে আমরা, জাগো যুব নাট্য সংসদ, নিউ নিজাম পুতুল নাচ, নিউ রং মহল পুতুল নাচ, দীপালোক একাডেমি, মৌচাক সাহিত্য পরিষদ, সব্যসাচী আবৃত্তি পরিষদ, সাতক্ষীরা খ্রিস্টয়ান কালচারাল একাডেমিসহ আরও অজ্ঞাত পাঁচটি প্রতিষ্ঠান।