প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এটি সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৫ জনে দাঁড়াল। সাতক্ষীরা থেকে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে এক হাজার ৭৪৯ জনের। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে এক হাজার ৩১৩ জনের।