Print Date & Time : 12 September 2025 Friday 1:26 am

সাতক্ষীরায় ৩৫০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রতিনিধি, সাতক্ষীরা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় ৩৫০ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার জেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সাবেক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর অর্থায়নে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা কমিউনিটি পুলিশের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়, বরং এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোকে স্বাবলম্বী করতে সাহায্য করবে। 

এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দেবহাটা উপজেলার সখীপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ প্রাঙ্গণে ১৭৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।