সৈয়দ মহিউদ্দীন হাশেমী, সাতক্ষীরা: সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনা ঘটেছে। গত রোববার বিকাল ও সন্ধ্যার দিকে তাদের দুজনের ‘মাথার মূল্য কোটি টাকা’ ঘোষণা করে ওই পোস্ট দুটি দেয়া হয়।
পৃথক দুটি আইডি থেকে দেয়া পোস্টে সাতক্ষীরা-৩ আসনের (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জের একাংশ) সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদের ছবি সংযুক্ত করে পৃথক দুটি ফেসবুক আইডি থেকে একই রকম ক্যাপশনে দুই সংসদ সদস্যের ‘মাথার মূল্য’ ও হত্যার কথা উল্লেখ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ছদ্মনামের দুটি আইডি থেকে এ পোস্ট দেয়া হয়েছে।
এ বিষয়ে আ ফ ম রুহুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানার পর সাতক্ষীরা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন।
আর সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি সাইবার ইউনিটকে জানিয়েছেন। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।