Print Date & Time : 8 July 2025 Tuesday 8:58 am

সাতক্ষীরায় অস্ত্রসহ একজন আটক

প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রোববার ভোররাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুকুমার দাস (৬৫)। তিনি পাটকেলঘাটার খলিষখালি এলাকার বাসিন্দা।

র‌্যাবের সাতক্ষীরা অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান , র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি ভোরে পাটকেলঘাটা থানার খলিষখালী এলাকায় আভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ সুকুমার দাস (৬৫) কে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিকে পাটকেলঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান কোম্পানী কমান্ডার।