সাতক্ষীরায় চলছে দু’দিনব্যাপী ‘হৈমন্তী হাট’

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরী বিভিন্ন হ্যান্ডমেইড দেশীয় পণ্য নিয়ে ‘হৈমন্তী হাট’ নামে মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে শুরু হওয়া দু’দিনব্যাপী এ মেলা চলবে আজ রাত ৮টা পর্যন্ত।

স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা শবনম রোজ ও অদিতা আদৃতা সৃষ্টির যৌথ উদ্যোগে এবং রঙ্গনের আয়োজনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ মেলায় জেলার ২৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নিয়েছেন।

মেলার ১২টি স্টলে দেশীয় কাপড়ের তৈরী নারী, পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন ধরণের পোশাক, হ্যান্ড পেইন্ট রিক্সা পেইন্টের কাপড় ও গহনা, হ্যান্ডমেইড মেটালিক গহনা, বিভিন্ন ধরনের মিষ্টি পিঠা, ঝাঁল পিঠা, ফ্রোজেন ফুড, মসলা, আাঁচার, মাশরুম, পেস্ট্রিকেক, পুডিংসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করছেন তারা।

এরআগে গতকাল সোমবার সকালে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় তিনি বলেন, করোনা মহামারির কারণে সাতক্ষীরায় অনেক দিন মেলা বসেনি। ক্ষুদ্র উদ্যোক্তারা যে মেলার আয়োজন করেছে এতে জেলাবাসীকে অংশগ্রহণ করতে বলবো। কোন পণ্য না কিললেও মেলা থেকে ঘুরে বেড়িয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।