প্রতিনিধি, সাতক্ষীরা: বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারনে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারনে নানাভাবে ক্ষতিগ্রস্থ উপকূলীয় জেলাগুলো।
এর মধ্যে সাতক্ষীরা অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলের জীববৈচিত্র্য নানান প্রাকৃতিক বিপর্যয়ের শিকার। সাইক্লোন, লবনাক্ততা, বন্যা, জলাবদ্ধতা, বেঁড়িবাঁধ ভাঙন সহ নানা প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে বেঁচে আছে এই অঞ্চলের মানুষ। ফলে একদিকে হারাচ্ছে ভিটেমাটি, সম্পদ। মানুষ হচ্ছে উদ্বস্তু তারপরও স্থানীয় মানুষ এই সকল সমস্যা সমাধানে তৈরী করেছে নতুন নতুন কৌশল।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাঠে বেসরকারী উন্নয়ন সংগঠন বিন্দু ও অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম মেলার উদ্বোধন করেন।
মেলায় জলবায়ু পরিবর্তনে অভিযোজন, প্রসমন, জলবায়ুর সুবিচার নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে যুবদের কাছে জলবায়ু পরিবর্তন কি তা ছবির মাধ্যমে তুলে ধরা হয়। শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
প্রদর্শনীর মধ্যে ছিল লবণসহিষ্ণু চাষাবাদ পদ্ধতি, খরাসহিষ্ণু চাষাবাদ, প্লাসটিকের বিকল্প ব্যবহার, দূর্যোগ পূর্ব এবং পরে করণীয়, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতির সম্মুখীন তার সুবিচারে দাবি তুলে ধরা, জলবায়ু পরিবর্তনের কারনে যে সমস্যা তৈরি হচ্ছে তা মোকাবেলায় নতুন কর্মকৌশল তুলে ধরা এবং স্থানীয় অভিযোজন এবং প্রসমনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কর্মপন্থা সম্পর্কে অবহিত করা।