প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরতলির বকচরা এলাকার বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে এক অজ্ঞাত পুরুষের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, আজ (বুধবার) সকাল সাড়ে ৬টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণ পাশে বাইপাস সড়কের ওপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতো দেখে পথচারীরা ভিড় জমান। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাসবনের পার্শ্ববর্তী জলাশয়ে অনুমানিক ৩৫ বছর বয়সি এক ব্যক্তির মস্তকবিহীন লাশ দেখে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ সাড়ে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের ওপর গলাকেটে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, একজন পুরুষের গলাকাটা লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। জানা যায়নি লাশের পরিচয়। ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময়ে তাকে গলাকেটে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে।
সদর থানার ওসি স ম কাইউম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।