প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার আলীপুর ও কালিগঞ্জ উপজেলার নলতায় দুর্ঘটনা দুটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গি গ্রামের মহিদ সরদারের ছেলে রাসেল (১৬) আলীপুর হাটখোলা হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে নাথপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৬২০১) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কিশোর রাসেলের মৃত্যু হয়।
অপরদিকে কালিগঞ্জ উপজেলার নলতায় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাসের (সাতক্ষীরা-জ ১১-০০০৫০) চাকায় পিষ্ট হয়ে উত্তম ঘোষ (৩৫) নামে অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি শ্যামনগর উপজেলার ব্রহ্মশাসন এলাকার পঞ্চানন ঘোষের ছেলে।
সদর ও কালীগঞ্জ থানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।