Print Date & Time : 1 September 2025 Monday 1:37 am

সাতক্ষীরায় স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া স্বামীর বিরুদ্ধে স্ত্রী নাজমা খাতুন (৩৫) কে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় স্বামী আব্দুল আলীমকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে বাবু সরদার বলেন, সকাল থেকে আম্মু-আব্বু ঝগড়া করছিল। কি নিয়ে ঝগড়া করছিল সেটি আমি জানি না। সকালে রান্না করেনি। পরে আমি রুটি কিনে দিয়ে আসি। আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদী আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মত ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যায়। আম্মু ঘরে শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেনি। বাড়িতে ফিরে এসে দেখি, আম্মুকে জবাই করে মেরে ফেলেছে আব্বু।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেয় আব্দুল আলীম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গাজিরহাট এলাকা থেকে বাসটি থেকে আসামী আব্দুল আলীমকে আটক করা হয়েছে।